মাদ্রাসার ইতিহাস

বগুড়া জেলার গাবতলী উপজেলাধীন দূর্গাহাটা বাজার সংলগ্ন ২.১৫ একর জায়গার উপর মাদ্রাসাটি প্রতিষ্ঠিত। বর্তমানে মোঃ তৌফিকুর রহমান সাহেবের সভাপতিত্বে একটি সুযোগ্য গভর্নিং বডি দ্বারা মাদ্রাসাটি পরিচালিত। প্রতিষ্ঠানটি গাবতলী উপজেলা সদর থেকে ১২ কিঃ মিঃ পূর্ব দক্ষিণে অবস্থিত। দূর্গাহাটা ইউনিয়নটি অনেক পূর্ব থেকেই শিক্ষা দিক্ষায় বেশ উন্নত হলেও এখানে কোন ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান না থাকায় এলাকার তৎকালীন বিশিষ্ট শিক্ষানুরাগী ও ইউপি চেয়ারম্যান মরহুম আব্দুল কুদ্দুস মুন্সী সাহেবের একান্ত প্রচেষ্টায় মাওলানা মোসলেম উদ্দিন (ট্রিপল টাইটেল) সাহেবের উদ্যোগে এবং আলহাজ্ব নজের উদ্দিন মোল্লা, কলিম উদ্দিন মন্ডল, ফরমান আলী সরকার ও ফকির মাহমুদ আকন্দের সহযোগিতার ১৯৬৬ সালে মাদ্রাসাটি পুরাতন হাট সংলগ্ন স্থানে দূর্গাহাটা দারুল উলুম দাখিল মাদ্রাসা হিসাবে উদ্বোধন করা হয়। পরবর্তীতে মাদ্রাসাটি ইউনিয়ন পরিষদ সংলগ্ন স্থানে স্থানান্তর করে বর্তমানে সেখানে ফাযিল স্তর (ডিগ্রী) পর্যন্ত পাঠদান করা হচ্ছে।